জানা গেল ইউরেনাস ও নেপচুনের আসল রং

তিথি চক্রবর্তী

জানুয়ারি ১০, ২০২৪, ০৬:০৮ পিএম

জানা গেল ইউরেনাস ও নেপচুনের আসল রং

সংগৃহীত ছবি

সূর্য ও তাকে প্রদক্ষিণ করতে থাকা গ্রহদের নিয়ে তৈরি হয়েছে সৌরমণ্ডল। সৌরমণ্ডলেরই ২টি গ্রহকে নিয়ে এমন এক তথ্য বিজ্ঞানীদের হাতে এল যা তাঁদেরও অবাক করে দিয়েছে।

এতদিন বিজ্ঞানীরা জানতেন নেপচুন হল নীল রংয়ের একটি গ্রহ। আর ইউরেনাস হল সবুজ রংয়ের গ্রহ। সৌরমণ্ডলের ২ বরফের গোলক নেপচুন ও ইউরেনাস নিয়ে সেই ধারণা একেবারে বদলে গেল।

নতুন মহাকাশ গবেষণায় জানা গেছে, নেপচুন নীল আর ইউরেনাস সবুজ রংয়ের নয়। বরং এই ২ গ্রহের রং প্রায় এক। ২টি গ্রহই আসলে সবুজে নীল রংয়ের। তাই রং দিয়ে এদের আলাদা করে চেনা মুশকিল।

Link copied!