মহাকাশ গবেষণা থেকে সরিয়ে দেওয়া হলো কৃষিতে স্নাতক সামাদকে

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৮:২৮ পিএম

মহাকাশ গবেষণা থেকে সরিয়ে দেওয়া হলো কৃষিতে স্নাতক সামাদকে

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান—স্পারসোর চেয়ারম্যান মো. আব্দুস সামাদ। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান—স্পারসো থেকে চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদকে সরিয়ে দেওয়া হয়েছে। নানা আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

আব্দুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

কৃষিবিদ কেন মহাকাশ গবেষণার প্রধান— এমন প্রশ্ন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর মধ্যেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

গত ২৩ আগস্ট প্রতিবেশী দেশ ভারত চাঁদে মহাকাশযান পাঠানোর পর বাংলাদেশের স্পারসো আলোচনায় আসে। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ হচ্ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। অন্যদিকে বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদের পড়াশোনা কৃষিতে। প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্পারসোর বর্তমান চেয়ারম্যানের দক্ষতা ও যোগ্যতা নিয়ে কারো প্রশ্ন নেই। কিন্তু তিনি যে সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, সেই বিষয়ে তিনি দক্ষ কিনা, প্রশ্ন উঠেছে সেটি নিয়ে।

Link copied!