সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৮:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরনিক অ্যাডমিনিস্ট্রেশনের দ্য স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (এসডব্লিউপিসি) কয়েক দিন আগে অনুমান করে একটা সৌরঝড় পৃথিবীর দিকে আসছে। এক বার্তার মাধ্যমে তারা জানায় এতে কিছু আলোকচ্ছটা দেখা যেতে পারে। সৌরঝড়টি গতকাল আঘাত হানে। এতে যুক্তরাষ্ট্রে চমৎকার কিছু আলোকচ্ছটা দেখা যায়।
গত কয়েক মাসে কিছু সৌরঝড়ের মুখোমুখি হয় পৃথিবী। ২০২৫ সালে সোলার মেক্সিমাসে যাওয়ার আগপর্যন্ত এর তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোলার মেক্সিমাস হলো সূর্যের ১১ বছরের চক্রের এমন একটি সময় যেখানে, সৌর কার্যকলাপ শীর্ষে পৌঁছায়। এতে সৌরঝড়, করোনাল মাস ইজেকশনসহ (সিএমই) অন্যান্য বিপজ্জনক সৌর ঘটনাগুলোর সংখ্যা বৃদ্ধি পায়।
স্পেসওয়েদার ডটকমের একটি প্রতিবেদনে জানা যায়, সৌরঝড়টি ২ সেপ্টেম্বর অর্থাৎ (বাংলাদেশের হিসাবে ৩ সেপ্টেম্বর) আঘাত করবে বলা হয়েছিল। এটি প্রভাবও বিস্তার করে, কিন্তু অদ্ভুতভাবে সৌর বায়ুতে এর প্রভাবের কোনো লক্ষণ ছিল না। এর কারণ সম্ভবত এ সময় সৌর বায়ুও প্রবলভাবে প্রবাহিত হয়, যা ওই সৌরঝড়ের প্রভাবকে ঢেকে দেয়। এই ঝড়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে চমৎকার আলোকচ্ছটা দেখা যায়।
আলোকচিত্রী ইথান হনকে ২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের (বাংলাদেশের হিসাবে ৩ সেপ্টেম্বর সকালে) দিকে যুক্তরাষ্ট্রের মিশিগানের এমপায়ারের কাছে স্লিপিং বিয়ার ডিউনস ন্যাশনাল লেকশোর থেকে শ্বাসরুদ্ধকর নর্দার্ন লাইট বা অরোরা দেখেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে ছবিটি শেয়ার করেছেন তিনি। স্পেসওয়েদারকে ইথান হোনকে বলেন, ‘গত রাতটি ছিল একেবারেই মহাকাব্যিক।