ফিরছেন স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু ভক্তদের

ফারহানা জিয়াসমিন

আগস্ট ২৮, ২০২৩, ০৪:২৮ পিএম

ফিরছেন স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু ভক্তদের

ছবি: ফেসবুক

সালমান শাহ। আশির দশক থেকে শুরু করে এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে আছেন সালমান শাহ। তাঁর নাম শোনেনি এমন খুব কম মানুষই আছে। এমনকি তাঁর চলচ্চিত্র না দেখলেও তাঁর ফ্যাশনের প্রেমে পড়েছে অনেকেই। জনপ্রিয়তায় সেরা নায়ক সালমান শাহ পাশাপাশি জনপ্রিয় ফ্যাশন আইকন তারকা হিসেবে অনেকেই এখনো তাঁকে অনুসরণ করেন সুযোগ পেলেই। সিনেমা জগতেও অনেকেরই স্বপ্নের নায়ক সালমান শাহ।

সালমান শাহ উজ্জ্বল ধূমকেতু - রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

এই স্বপ্নের নায়ক ফিরছেন, সেই পরিচিত রূপে। এই খবর ভক্তদের করেছে আবেগাপ্লুত। ক্ষণজন্মা এই নায়কের নতুন রূপ বর্তমানের জনপ্রিয় ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন রাজীব জাহান ফেরদৌস।

রবিবার রাতে নিজ ফেসবুক আইডিতে সালমান শাহর একটি ছবি পোস্ট করেন রাজীব। ক্যাপশনে লেখা, ‘প্রস্তুত হও, বাংলাদেশ! অতুলনীয় ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছেন! মিডজার্নি এআই-এর জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন। সাথে থাকুন!’

সালমান শাহ চলে যাওয়ার এত বছর পর প্রযুক্তির কল্যাণে যখন নতুন রূপে তাঁকে দেখা গেল সেই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। লাইক-কমেন্ট আর শেয়ারও ছিল চোখে পড়ার মতো। সালমানের নতুন এই ছবি নেটিজেনদের করেছে অবাক। অনেকে আবেগে ভেসেছেন। অনেকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

রাজীবের সে ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, স্বপ্নের নায়ক আসলেই রে ভাই আসলেই। সাথে ভালোবাসার ইমোজি দিয়েছেন। আরেকজন লিখেছেন, সালমান শাহ বেঁচে থাকলে বিশ্বের টপ টুয়েন্টি হ্যান্ডসাম ছেলেদের তালিকায় থাকতেন।

Justice for Salman Shah | Rashidul Bari | The Blogs

আসছে সেপ্টেম্বর সালমান শাহর জন্ম ও মৃত্যু মাস। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেন সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর স্বপ্নের পৃথিবী ছেড়ে উড়াল দেন অজানার পথে। এ মাসে সালমান শাহকে নিয়ে এখনো স্মৃতিচারণ করেন তাঁর ভক্তরা। তাদের ধারণা এই সেপ্টেম্বরেই হবে স্বপ্নের নায়কের নতুনভাবে গৌরবময় প্রত্যাবর্তন। এই ফিরে আসা আনন্দ অশ্রু দেবে না কি বাড়িয়ে দেবে ভক্তদের হৃদয়ের ক্ষত তা দেখার অপেক্ষা এবার। 

Link copied!