দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ওমর সানি

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৯:২৫ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ওমর সানি

ওমর সানি। ছবি: সংগৃহীত

“সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার, খাবারের লিস্ট দিয়ে দেন ,আমরা কি খাব, আর পারছিনা রাষ্ট্র!”

কয়েক ঘন্টা আগে নিজের ফেইসবুক পেইজে এমন একটি পোস্ট করায় বেশ আলোচনায় এসেছেন চিত্রনায়ক ওমর সানি। সাধারণ মানুষের দুর্ভোগ -দুর্দশা উপলব্ধি করায় নানা ধরনের জনমতে ভাসছে কমেন্ট বক্স।

দ্রব্যমূল্যর উর্ধ্বগতি দিনকে দিন বেড়েই চলেছে । বিগত কয়েক মাসে সাধারণ মানুষের হাতের নাগাল থেকে বেরিয়েছে  সবজি এবং মাছের দাম । ইলিশ থেকে পাঙাশ, তেলাপিয়া, ডিম,আলু  সবকিছুর দামই আকাশছোঁয়া।

তবে সম্প্রতি আগাম মৌসুমী সবজির দাম আকাশ চুম্বী। শিমের কেজি ২০০ টাকার বেশি। ফুলকপি, বাধাকপির দামও বেশি। অবস্থা এমন যে, আলু কিনে খেতেও হিমশিম খেতে হচ্ছে অনেকের।

তবে উল্লেখ করার মতো ব্যাপার, এতদিন সাধারণ মানুষের ভোগান্তি হলেও বর্তমানে ওমর সানির মতো বিত্তবানদেরও গায়ে লেগেছে দ্রব্যমূল্যর আগুন। তাতেই চটে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ওমর সানি ।

প্রথম আলোর করা প্রতিবেদনে তিনি জানান, আফতাব নগরের মেইন রোডে ‘চাপওয়ালা’ নামে একটি রেস্টুরেন্ট আছে তাঁর । তিনি ফেইসবুকে লিখেছেন, “প্রথমে যে সবজি বা মসলা ৩০-৬০ টাকার মধ্যে কিনেছেন বর্তমানে তা ১০০ থেকে ২০০ টাকার কাছাকাছি গিয়েছে। রাষ্ট্র আমার বাপের , আমার চৌদ্দগুষ্ঠির তাহলে রাষ্ট্র কেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে না । 

ইলিশের চাষ বাংলাদেশে হলেও হাজার টাকার নিচে পাওয়া যায় না এই মাছ । অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে এক হাজার  টাকায় চারটা মাছ পাওয়া যায়।”

তিনি আরো বলেন, “আমার মতো লোকদের যদি   হিসাব করে বাজার করতে হয় তাহলে সাধারণ জনগণের কী অবস্থা! । আমি চাই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুখতে ব্যবস্থা নিক।”

Link copied!