নির্বাচন জমজমাট কিন্তু সিনেমা সব ফ্লপ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০৯:২৮ পিএম

নির্বাচন জমজমাট কিন্তু সিনেমা সব ফ্লপ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে গত তিন মাস ধরে আলোচনায় ছিলো চলচ্চিত্রাঙ্গন। কিন্তু তিন মাসে মুক্তি পাওয়া নয়টি চলচ্চিত্রের একটিও ব্যবসায়িক সফলতা মুখ দেখেনি। এর মধ্যে বেশ কিছু ছবি প্রশংসিত হলেও কোনো সিনেমাই দর্শকদের হলমুখী করতে পারেনি।

কয়েকবছর ধরেই রঙিন দুনিয়ার আঁতুড়ঘর ঢাকাই চলচ্চিত্র মন্দা অবস্থা পার করছে। আগের বছরগুলোর ব্যর্থতা তো ছিলই সাথে করোনার চোখ রাঙ্গানী। একই সময়ে বন্ধ হয়ে গেছে অনেক হল। তবে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই তিন মাসে শিল্পী সিমিতির নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে বাংলা সিনেমা। মুক্তিপ্রাপ্ত সিনেমা গুলো হলো

ছিটমহল: ছিটমহল চলচ্চিত্রটি গত ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মূলত বাংলাদেশ-ভারতের অমিমাংশিত ভূ-খণ্ডে বসবাসকারী কিছু মানুষের অন্তঃক্ষরণের গল্প নিয়েই ‘ছিটমহল’র সিনেমা। চলচ্চিত্রটি অনেক আশা নিয়ে মুক্তি পেলেও প্রেক্ষাগৃহমালিকেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তোর মাঝেই আমার প্রেম: ২৮ জানুয়ারী মুক্তি পেয়েছে অ্যাকশন  ও  রোমান্টিকধর্মী সিনেমা ‘তোর মাঝেই আমার প্রেম’সিনেমাটি। এতে অভিনয় করেন রাফাত রউফ, রোজ,‌ সাংকো পাঞ্জা, রেবেকা। 

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি মুক্তির পরেই ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি মূলত কমেডি ও ফ্যামিলি ড্রামার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। 

মাফিয়া-১: দেশের ২৫টি সিনেমা হলে ১৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘মাফিয়া ১। অপরাধ জগতের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে এক ডনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলা নাটকের জনপ্রিয় মুখ জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন ইমন, মাহি, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, শ্যামল মওলা, আঁচল, শিবা শানু প্রমুখ। 

গুণিন: ১১ মার্চ দেশের ২০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘গুণিন’ সিনেমা। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন  চিত্রনায়ক শরিফুল রাজ, পরী মণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ারসহ অনেকেই। ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। এই সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তাঁর বিশাল প্রভাব। তাঁর তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতি নিয়েই নির্মিত সিনেমাটি।  

শিমু: ‘শিমু’ সিনেমাটি ও মুক্তি পেয়েছিল ১১ মার্চ। শিমুতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, মোস্তফা মনওয়ার, দীপান্বিতা মার্টিন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায়। শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘শিমু’। 

মুখোশ: সরকারি অনুদানে নির্মিত ‘মুখোশ’সিনেমাটি মুক্তি পেয়েছে  ৪ মার্চ। ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ইফতেখার শুভ। এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার সঙ্গে আছেন মোশাররফ করিম, জিয়াউল রোশানসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তির পর দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন। 

লকডাউন লাভ স্টোরি: করোনা মহামারির সময় মানুষের জীবন ও লকডাউনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র 'লকডাউন লাভ স্টোরি'। শাহ আলম মণ্ডল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। তার বিপরীতে আছেন রেহনুমা মোস্তফা। ২৫ মার্চ মুক্তি পেয়েছে সিনেমাটি। 

জাল ছেঁড়ার সময়: মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘জাল ছেঁড়ার সময়’। এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন আশিক ও অঞ্জলি। মুক্তিযুদ্ধকালীন কিছু সত্যি ঘটনা ভিন্ন ভিন্ন সেগমেন্টে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। ২৫ মার্চ এটি যমুনা ব্লকবাস্টারে সিনেমাটি মুক্তি পায়।

সিনেমা গুলোর ফ্লপের কারণ হিসেবে চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, সিনেমা গুলো ওইরকম কোয়ালিটির না। সিনেমা গুলো যদি নাটকের মতো হয় তাহলে তো সেগুলো ব্যবসা সফল হবে না। সিনেমা হবে সিনেমার মতো। ঈদে ও এমন কোনো ব্যবসাসফল সিনেমা আসবে বলে মনে হয় না।

Link copied!