ভার্চুয়াল বিবাহোত্তর অভ্যর্থনা ভারতের তামিলনাড়ুতে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২২, ১১:৫৩ এএম

ভার্চুয়াল বিবাহোত্তর অভ্যর্থনা ভারতের তামিলনাড়ুতে

ঐতিহ্য এবং প্রযুক্তির সমন্বয়ে ভার্চুয়াল রিয়েলিটির পৃথিবী মেটাভার্সে বিবাহোত্তর অভ্যর্থনা অনুষ্ঠান সেরেছেন ভারতের তামিলনাড়ুর এক দম্পতি। 

৬ ফেব্রুয়ারি তামিলনাড়ুর আদিবাসী গ্রাম শিবলিঙ্গাপুরমে দিনেশ শিবকুমার পদ্মাবতী ও জনগানন্দিনি রামাস্বামী দম্পতির বিয়ে হয়। এরপর তারা ভার্চুয়ালি তাদের বিয়ে পরবর্তী অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থানে থাকা তাদের বন্ধু এবং স্বজনরা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

বিয়ের অনুষ্ঠানে হগওয়ার্ট থিম বেছে নেন হ্যারি পটার ভক্ত এই দম্পতি। নিজেদের মোবাইল, ল্যাপটপ, ট্যাব ব্যবহার করে যার যার বাসস্থান থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা।

হগওয়ার্ট থিমের ভেন্যু ঘোরাঘুরি করে নিজেদের ইচ্ছামত ভার্চুয়াল অবতার ও পোশাক ধারণ করেন অতিথিরা। ভার্চুয়াল এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা জনগানন্দিনীর মৃত বাবাকেও দেখতে পেয়েছেন আর তার সঙ্গে ভার্চুয়ালি কথাবার্তা বলতে পেরেছেন।

আইআইটি মাদ্রাজের প্রকল্প সহযোগী দীনেশ বলেন, “করোনাভাইরাস মহামারির কারণে আমাদের বিয়েতে অতিথির সংখ্যা ১০০ জনে সীমাবদ্ধ রাখতে হয়েছিল। তাই আমি ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করি।” 

Link copied!