শিল্পী সমিতির চেয়ারে বসছেন পরাজিতরাই

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২২, ১০:৪৪ পিএম

শিল্পী সমিতির চেয়ারে বসছেন পরাজিতরাই

জয়ীরা পদত্যাগ করে চেয়ারা বসাচ্ছেন পরাজিতদের । বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান অবস্থা কিছুটা এমনই।  পরাজিত চিত্রনায়ক রিয়াজকে সুযোগ দিতে এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলা চলচ্চিত্রের অ্যাকশন হিরোখ্যাত মাসুম পারভেজ  রুবেল।

চিত্রনায়ক রুবেল নামেই তিনি বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে পরিচিত। দুই দিনের মধ্যে তিনি সমিতিতে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন। একই পদে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী চিত্রনায়ক রিয়াজকে তিনি দেখতে চান বলেও জানিয়েছেন। 

১৯৫৯ সালে জন্মগ্রহণ করা রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রযোজিত ও শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন। ৮০ দশকের মাঝামাঝি থেকে চলতি শতাব্দীর শুরু অব্দি প্রায় ২ শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন রুবেল। 

নির্বাচনের প্রায় ২ সপ্তাহ পরও শিল্পী সমিতির নেতৃত্ব নিয়ে এখনো সুরাহা না মেলায় তিনি এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা। 

২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। গত দুই মেয়াদে শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে থাকা মিশা সওদাগরকে হারিয়ে নতুন সভাপতি হন ইলিয়াস কাঞ্চন। ৪৩ ভোট বেশি পেয়ে ইলিয়াস কাঞ্চন হারিয়ে দেন মিশা সওদাগরকে। 

তবে ১৪ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ইলিয়াস কাঞ্চনের প্যানেলের নিপুণ আক্তারকে পরাজিত করলেও চলচ্চিত্র সমিতির নির্বাচন পরিচালনায় গঠিত আপিল বোর্ডের প্রধান চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের নিষেধাজ্ঞায় চেয়ারে বসতে পারেননি  জায়েদ। নির্বাচনের ফল নিজের পক্ষে নিতে জায়েদের বিরুদ্ধে ঘুষ প্রদানের অভিযোগ ছিলো নিপুনের।  

সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে মাসুম পারভেজ রুবেল ও ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব ১১২ ভোট ও রিয়াজ আহমেদ ১৫৬ ভোট পেয়ে পরাজিত হন।

এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে যেতে চাই। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমার ছোট ভাইয়ের মতো। রিয়াজ কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরের সঙ্গী ছিলেন। সে যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে।’

‘ভণ্ড’খ্যাত এই তারকা আরো জানান, চলতি বছর তিনি ওমরাহ পালন করবেন। এছাড়া সরকারি উদ্যোগে প্রায় তিন শ’ উপজেলায় কারাটে প্রশিক্ষণ করাবেন।

Link copied!