ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির নতুন ছবি আসছে। নাম 'মা'।
সিনেমাটি মুক্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর এক রেস্তোরাঁয় হয়ে গেল প্রেস কনফারেন্স। সেখানে ছেলে রাজ্য ও স্বামী শরীফুল রাজকে নিয়ে হাজির হয়েছিলেন পরীমনি।
এই দিনই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। জানানো হয়, মা দিবস উপলক্ষে ‘মা’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ মে।
অন্তঃসত্ত্বা অবস্থায় 'মা' সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। ১৯৭১ সালের একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই এই সিনেমাটি নির্মাণ করেন অরণ্য আনোয়ার।
নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘শুরু থেকেই আমি চেয়েছি সিনেমাটি মা দিবসেই মুক্তি পাক। পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করে নির্মিত সিনেমাটি ১৯ মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।
পরীমনি বলেন, এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। কারন, ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য আমার পেটে। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আর এখন, যখন সিনেমাটি মুক্তির সময় হয়েছে, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।
উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসরে থাকলেও শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন পরী।