ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সাল থেকেই বড় ধরনের রদবদল হতে চলেছে৷ মানুষের দীর্ঘদিনের অপেক্ষার হবে অবসান৷ আগামী বছরেরর আসর থেকে আইপিএলে ১০টি দলের অংশগ্রহণে খেলার আয়োজন করা হবে৷ এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷
শনিবার আইপিএল নিয়ে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, কোষাধ্যক্ষ জয় শাহ৷ এছাড়াও উপস্থিত ছিলেন আইপিএল গর্ভনিং কাউন্সিলের পদাধিকারীরা৷
বিসিসিআই -এর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এই বছরের মে মাসের মধ্য নতুন ফ্রাঞ্চাইজিদের বিডিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে৷ আর এরসঙ্গে যুক্ত বিভিন্ন জিনিসের ফাইনাল টাচের বিষয়টিও নিষ্পত্তি হয়ে যাবে৷
নতুন কোন দুই দল খেলবে:
আইপিএল ২০২২-এ ১০ দলের অংশগ্রহণে খেলার সিদ্ধান্ত হওয়ায় আরও ২ দল বাড়তে চলেছে। কোন ২ দল খেলবে কোটিপতি লিগে? তা জানতে অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড স্থির করেছে মে মাসে নিলাম হবে নতুন ২ দল বেছে নেওয়ার জন্য।
বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, ‘পরের বছর থেকেই ১০ দলের আইপিএল। নিলাম এবং আনুসাঙ্গিক সব কাজ মে মাসের মধ্যেই শেষ করা হবে।”
পরের আইপিএলের আগে নতুন ২ দল যাতে যথেষ্ট সময় পায়, সেই জন্যই মে মাসের মধ্যে সব কিছু স্থির করতে চাইছে বোর্ড। ১০ দলের আইপিএল আরও আকর্ষণীয় হবে বলেই মনে করছে বিসিসিআই। আরও বেশি সংখ্যক ক্রিকেটার নিজেদের মেলে ধরার সুযোগ পাবে।
নতুন দুই দলের মালিক হবেন কারা:
আইপিএলের নতুন দুই দলের মালিক কারা হবেন এই নিয়েও প্রচুর জল্পনা শুরু হয়েছে৷ সূত্রের খবর অনুযায়ি আদানি গ্রুপ ও সঞ্জীব গোয়েঙ্কা এই দৌড়ে এগিয়ে রয়েছেন৷ আইপিএল একটি দল আহমেদাবাদ থেকে হতে পারে, সেটা কিনতেই আগ্রহী আদানি গ্রুপ৷ দীর্ঘদিন ধরেই এই দল কেনার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেই চলেছে৷ এই মুহূ্র্তে আহমেদাবাদ পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তাই সেখানে নতুন ভাবে খেলা হবে৷
ফরম্যাটে আসবে পরিবর্তন:
২০২২ সালে ১০ দল আইপিএলে খেলবে৷ ফলে ফরম্যাটে ও বড় বদল আসবে৷ এই মুহূ্র্তে আইপিএলে রাউন্ড রবিন পর্বের পদ্ধতিতে খেলা হয়, যেখানে গ্রুপ পর্বে এক একটি দল পরস্পরের সঙ্গে ২ বার করে খেলে৷ আর সর্বোচ্চ পয়েন্ট থাকা চারটি দল প্লে অফের যোগ্যতা অর্জন করে৷ কিন্তু ১০ দলের সঙ্গে এই ফরম্যাটে খানিকটা আলাদ হতে চলেছে৷ যাতে দুটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হতে পারে৷ তবে সরকারিভাবে এই বিষয়ে কোনও বক্তব্য এখনো জানানো হয়নি৷