জিনেদিন জিদান ফ্রান্সের কোচের দায়িত্ব নিলে অবসর ভেঙে ফিরবেন বেনজেমা!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২২, ০১:৫৭ এএম

জিনেদিন জিদান ফ্রান্সের কোচের দায়িত্ব নিলে অবসর ভেঙে ফিরবেন বেনজেমা!

ফ্রান্সের কোচ হিসেবে আগামী ৩১ ডিসেম্বর দিদিয়ের দেশমের চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর যদি দেশম আর দায়িত্ব না নেন, তাহলে ফ্রান্স দলের স্ট্রাইকার করিম বেনজেমা অবসর ভেঙে ফিরে আসবেন ফুটবলের মাঠে।

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের হারের শোক কাটতে না কাটতেই লা ব্লুজদের জন্য মন খারাপের খবর দিয়েছিলেন করিম বেনজেমা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন তিনি। সোমবার (১৯ ডিসেম্বর) ৩৫তম জন্মদিনে এক টুইট বার্তায় অবসরের বিষয়টি জানান এই ফরাসি ফরোয়ার্ড। এখন তিনি ওই সিদ্ধান্ত বদলাতে পারেন।

ফরাসি গণমাধ্যম ফুট মার্কাতো-এর বরাত দিয়ে দ্য সান বলছে, কোচ দিদিয়ের দেশমের জায়গায় যদি জিনেদিন জিদান দায়িত্ব গ্রহণ করেন, বেনজেমা তাঁর অবসরের সিদ্ধান্ত বাতিল করতে পারেন।

আসন্ন জানুয়ারি মাসে দেশমের ফরাসি ফুটবল ফেডারেশন-এর প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত-এর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। সেখানে কোচ হিসেবে থাকা না থাকা নিয়ে আলোচনা করবেন ৫৪ বছর বয়সী দেশম। সাবেক এই মিডফিল্ডার গত এক দশক ধরে ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত আছেন। তাঁর এই দায়িত্বের চুক্তির মেয়াদ এ মাসেই শেষ হবে।

গ্রায়েত এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ দেশমকে দায়িত্বে বহাল দেখতে চান বলে জানিয়েছে দ্য সান। আরেক ফরাসি গণমাধ্যম ল'ইকুইপ বলছে, চুক্তির মেয়াদ যদি বাড়ে, আসন্ন ফুটবল বিশ্বকাপেও কোচ হিসেবে থাকতে চাইতে পারেন দিদিয়ের।

তবে দায়িত্ব ছেড়ে দিলে, সাবেক ফরাসি ফুটবলার জিদান ওই দায়িত্ব গ্রহণ করতে পারেন। গত বছর রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর আর কোনো পেশায় যুক্ত হননি জিদান।

৫০ বছর বয়সী জিদান এবং বেনজেমার একসাথে কাজ করার সফল অভিজ্ঞতা রয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে তিনটি চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতেছেন তাঁরা দুজন মিলে। ফলে বেনজেমার আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের সিদ্ধান্ত নির্ভর করছে দেশমের সিদ্ধান্ত এবং জিদানের কোচ হওয়ার ওপর।

এবারের বিশ্বকাপে ফ্রান্সের অন্যতম ভরসার জায়গায় ছিলেন বেনজেমা। কিন্তু চোটের কারণে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় তাঁর। মাঝে গুঞ্জন ওঠে, ফিট হয়ে ওঠায় ফ্রান্সের বিশ্বকাপ মিশনে যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। সেটা গুঞ্জই থেকে যায়। একইভাবে ফাইনালের আগে তাঁর ফেরার খবরও বাস্তবে রূপ নেয়নি।

উল্টো রহস্যময় এক পোস্ট দিয়ে বেনজেমা লেখেন, 'আমি আগ্রহী নই।' পরে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, রিয়াল মাদ্রিদে নিয়মিত অনুশীলন করে ফিট হয়ে ওঠা বেনজেমা আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে চেয়েছিলেন। কিন্তু ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের অনিচ্ছার কারণে সেটা হয়নি। তবে কি সেই ক্ষোভ থেকেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিলেন বেনজেমা? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বের ক্রীড়াঙ্গনে। 

জাতীয় দল থেকে অবসরের ঘোষণায় বর্তমান ব্যালন ডি'অর জয়ী লিখেছেন, 'আমার চেষ্টা, ভুল মিলিয়েই আজ আমি এখানে দাঁড়িয়ে। এবং এসবের জন্য আমি গর্বিত। আমি আমার গল্প লিখেছি এবং আমাদের গল্প শেষ হচ্ছে।' নিজের একটি ছবি পোস্ট করে এসব লেখেন বেনেজমা। বেনজেমার এসব পোস্ট মূহুর্তেই ভাইরাল হয়েছে।

Link copied!