আফগানিস্তানকে উড়িয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

জুন ২৭, ২০২৪, ০৮:৩৭ এএম

আফগানিস্তানকে উড়িয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

আফগানিস্তানের আরও একটি উইকেট শিকারের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এক্স

টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ম্যাচটি জিতে প্রথমবারের মত ফাইনালে উঠেছে।

ত্রিনিদাদে টস জিতে ব্যাটিং নেয় আফগানরা। মার্কো জেনসেন, আনরিখ নর্টজে ও তাবরেজ শামসির চমৎকার বোলিংয়ে আফগানিস্তান ১১.৫ ওভারে ৫৬ রানে অলআউট হয়। চায়নাম্যান স্পিনার শামসি ৬ রানে তিন উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে কোনো চাপ নেয়নি প্রোটিয়ারা। ডি কক ৫ রানে আউট হন। কিন্তু রেজা হেনড্রিকস ও এইডেন মার্করাম চাপ নেননি। 

মার্করাম ২৩ ও রেজা হেনড্রিকস ২৯ রান করেন। জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ম্যাচসেরা অবশ্য জেনসেন। তিনি ১৬ রানে তিন উইকেট শিকার করেন। 

২৯ জুন ফাইনালে ভারত নয়তো ইংল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। 

 

Link copied!