নভেম্বর ১৬, ২০২৩, ০৪:৪৭ পিএম
আবার হৃদয় ভেঙেছে দক্ষিণ আফ্রিকার। ইডেন গার্ডেনসে ৩ উইকেটে তারা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। ১৯ নভেম্বর ফাইনালে খেলবে ভারত ও ৫ বারের চ্যাম্পিয়নরা।
অষ্টমবারের মত বিশ্বকাপের ফাইনালে তারা। ৫ বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৭৫ ও ১৯৯৬ সালে রানার্সআপ হয়েছিল অস্ট্রেলিয়া। এবার কঠিন চ্যালেঞ্জ।
১৯৮৭, ১৯৯৯,২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। প্যাট কামিন্সের এই দলটি ফাইনাল খেলবে সেটা অকল্পনীয় ছিল।
বৃষ্টির বাগড়ার পর দক্ষিণ আফ্রিকা ২১২ রান করেছিল। জবাবে অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে জয় নিশ্চিত করে (২১৫/৭)। ম্যাচসেরা হন ৪৮ বলে ৬২ রান করা ট্রাভিস হেড। ২১ রানে ২টি উইকেটও তার ছিল।
বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন অধরাই থেকে গেল দক্ষিণ আফ্রিকার। এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের সেমি থেকে বিদায় নিলো প্রোটিয়ারা। রেকর্ড ষষ্ঠ শিরোপার লক্ষে স্বাগতিক ভারতের মোকাবেলা করবে অস্ট্রেলিয়া।
ডেভিড মিলারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৯. ৪ ওভারে সব উইকেট হারিয়ে ২১২ রান করে দক্ষিণ আফ্রিকা। মিলার ১১৬ বলে ১০১ রান করেন। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৬ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২১২/১০, ৪৯.৪ ওভার (মিলার ১০১, ক্লাসেন ৪৭, স্টার্ক ৩/৩৪)।
অস্ট্রেলিয়া : ২১৫/৭, ৪৭.২ ওভার (হেড ৬২, স্মিথ ৩০, শামসি ২/৪২)।
ফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।