দক্ষিণ আফ্রিকার পতন থামাতে নামলো বৃষ্টি

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৩, ০৪:১৯ পিএম

দক্ষিণ আফ্রিকার পতন থামাতে নামলো বৃষ্টি

ছবি: ক্রিকইনফো

ভারত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এরপর এলো পানি পানের বিরতি। সেই বিরতি দীর্ঘায়িত করলো বৃষ্টি। প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপের যে পতন তা ঠেকাতেই যেন সহায় হলো বৃষ্টি।

টসে জিতে ব্যাটিং নিলেও শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার। এদিকে খেলা শুরুর আগেই বৃষ্টির পূর্বাভাস ও রিজার্ভ ডেতে খেলা গড়ানোর আশঙ্কা ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই শুরু হয়েছিল খেলা। ঘণ্টাখানেক পরই বৃষ্টি থামিয়ে দিলো অস্ট্রেলিয়ান বোলারদের উইকেট নেয়ার দুর্দান্ত যাত্রা।

নক-আউট পর্বের ম্যাচগুলোর জন্য অবশ্য রয়েছে রিজার্ভ ডে। প্রথম দিন বৃষ্টিতে খেলা বিঘ্নিত হলে, পরের দিন থাকছে খেলার ব্যবস্থা। আগের দিন যেখানে শেষ হবে, পরদিন সেখান থেকেই শুরু। 

সেমিফাইনালের আগে দুদলেই এসেছে পরিবর্তন। দক্ষিণ আফ্রিকা দলে যুক্ত হয়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার তাব্রেইজ শামসি।অন্যদিকে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল।

গ্রুপপর্বে ভারত ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছাড়া সব খেলাতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা অন্যদিকে শেষ সাতটি ম্যাচে জয়ী অস্ট্রেলিয়া। 

দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েৎজি ও তাব্রেইজ শামসি।

অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

Link copied!