অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না দক্ষিণ আফ্রিকা। লাখনোতে ১৩৪ রানে পাঁচবারের চ্যাম্পিয়নদের হারায় প্রোটিয়ারা। অবাক করার মত ব্যবধান।
আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৩১১ রান সংগ্রহ করে। জবাবে ৪০.৫ ওভারে ১৭৭ রানে অলআউট হয় অজিরা। ৩৩ রানে ৩ উইকেট নেন রাবাদা।
উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি ককের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে বিশ^কাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। রান বিবেচনায় বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার। এমনকি বিশ্বকাপ ইতিহাসে যেকোন দলের কাছে এটিই সবচেয়ে ব্যবধানে হার অসিদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১১ রান করে দক্ষিণ আফ্রিকা। ডি কক ১০৯ রান করেন। জবাবে ৫৫ বল বাকী রেখে ১৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বিশ^কাপে শ্রীলংকার পর অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট এখন দক্ষিণ আফ্রিকার। ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হারের লজ্জা পেল রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৯৯২ সালের পর এই প্রথম বিশ^কাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই হারলো অসিরা। আর এই প্রথমবার আগের আসর মিলিয়ে বিশ^কাপে টানা চার ম্যাচ হারলো অসিরা।