দক্ষিণ আফ্রিকার শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৩, ১১:২১ পিএম

দক্ষিণ আফ্রিকার শ্বাসরুদ্ধকর জয়

জয়ের পর উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। তিনি উইনিং শট নেন ছবি : টুইটার

একটা সময় পাকিস্তান এমন ক্লোজ ম্যাচ জিতে যেত। আর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মঞ্চে বারবার হারত। দিন বদলেছে। সেই দক্ষিণ আফ্রিকা আর নেই। ভারতের এই বিশ্বকাপে আরেক দফা চমকে দিয়ে তারা পাকিস্তানকে হারাল ১ উইকেটে। 

চেন্নাইয়ে ২৭০ রান করেছিল পাকিস্তান। সেটা বেশ সহজ ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। কিন্তু কঠিন করে দেন পাকিস্তানের বোলাররা। অবশ্য জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়ারা। ৪৭.২ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে দক্ষিণ আফ্রিকা। 

৬০ রানে ৪ উইকেট শিকারী দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান তাবরেজ শামসি ম্যাচসেরা হন। কেশব মহারাজ শেষে ৪ মেরে জয় নিশ্চিত করেন। দক্ষিণ আফ্রিকার দলীয় সর্বোচ্চ রান এইডেন মার্করামের (৯১)। 

দক্ষিণ আফ্রিকা ২৫০ রানে ৮ উইকেট হারায়। তখন ৪১.১ ওভার চলে। শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানকে ফেরত আনেন ম্যাচে। ৪৫ রানে ৩ উইকেট নিয়ে শেষ হয় তার বোলিং। 

২৬০ রানে নবম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শামসি ও কেশব মহারাজ শেষে অটল থেকে জয় নিশ্চিত করেন। মহারাজ ৭ ও শামসি ৪ রানে অপরাজিত ছিলেন। 

পাকিস্তান ৬ ম্যাচের ৪টিতে হেরেছে। তাদের পয়েন্ট ৪। বিশ্বকাপের সেমিফাইনাল আশা এখন অনেক যদি নতুবা ও কিন্তুতে ঝুলে আছে। দক্ষিণ আফ্রিকা ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। 

এর আগে অধিনায়ক বাবর আজম ও সৌদ শাকিলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৬ দশমিক ৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। বাবর ৫০ ও শাকিল ৫২ রান করেন। দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসি নেন ৪ উইকেট । চেন্নাইতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় পাকিস্তান। 

Link copied!