জুলাই ২৭, ২০২৪, ১২:১৮ এএম
প্যারিস প্রেমের শহর। প্যারিস ভালবাসার শহর। আর এই শহরে শুরু হলো অলিম্পিক গেমস। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এসেছিলেন আরচার সাগর ইসলাম। অবশ্য হেঁটে নয়। একটি সেইলিং বোটে তাকে দেখা যায়।
এবার উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামে হচ্ছে না। আইফেল টাওয়ারের পাশে সেইন নদীর দুপাশের জায়গা জুড়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো দেশের পতাকা নিয়ে এসেছেন বিভিন্ন সাইজের ইঞ্জিতচালিত নৌকায় করে।
পুরো অনুষ্ঠান হেলিকপ্টারে করে লাইভ করা হচ্ছে। কখনো ফরাসি নাচের দল পারফর্ম করছে। আবার কেউ হারমনিকা বাজিয়ে চলেছেন।
পুরো প্যারিসের ইতিহাস হাজার বছরের। পুরো ইতিহাস দেখানো হয়েছে। নদীর পাশেই চমৎকারভাবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
এবার অলিম্পিকে ২০৬টি দেশ খেলছে। ৩২টি খেলার ইভেন্ট সেখানে ৩২৯টি। সাড়ে ১০ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। বাংলাদেশও সেখানে রয়েছে।
অলিম্পিকে উদ্বাস্তু শিবির থেকে ৩৭জন অ্যাথলেট খেলবেন। তারা অলিম্পিকের পতাকা ব্যবহার করবেন।