যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আশা ছিল বিশ্বকাপে খেলার। সেটা হলো না। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রেখেছিল ইউক্রেন। কিন্তু সেটি শেষ হয়ে গেলো অধিনায়ক আন্দ্রে ইয়ারমোলেঙ্কোর আত্মঘাতী গোলে। ওয়েলসের বিপক্ষে পুরো ম্যাচে দাপট দেখালেও, আত্মঘাতী গোলে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো ইউক্রেনের।
বিশ্বকাপ বাছাইয়ে ১-০ গোলের হার। আর অন্যদিকে ৬৪ বছরের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে গ্যারেথ বেলের ওয়েলস। অবিশ্বাস্য হলেও সত্য। ইউক্রেন খুবই শক্তিশালী দল ছিল।