কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলো বাংলাদেশ ক্রিকেট দল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২৩, ০৫:২১ পিএম

কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলো বাংলাদেশ ক্রিকেট দল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন আজ শুক্রবার ১৭ মার্চ। সারাদেশে যথাযথ মর্যাদায় এ দিনটি পালিত হচ্ছে। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন বাংলার অবিসংবাদিত এই নেতা। দেশের সর্বস্তরের মানুষের সাথে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও পালন করলেন এই দিনটি।

আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে শুক্রবার (১৭ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামে বাংলাদেশ দল। অনুশীলন পর্ব শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন সাকিব-তামিমরা।

সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুশীলন শেষে স্টেডিয়ামের ড্রেসিং রুম প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করেন ক্রিকেটাররা। কেক কাটার মূল দায়িত্ব পালন করেন তৌহিদ হৃদয়। তার পাশে দাঁড়ান সাকিব-তামিমরা ও কোচিং স্টাফের সদস্যরা।

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২০ ও ২৩ মার্চ পরের দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। যা শুরু হবে দুপুর দুইটায়। এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

Link copied!