১৭ অক্টোবর পর্দা উঠবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের। দলের পাশে থাকতে এবার ওমান যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বাংলাদেশ থেকে বোর্ড সভাপতি পাপন প্রথমে যাবেন দুবাইয়ে। সেখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিসিবি সভাপতির। এরপর তিনি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম পর্বের ভেন্যু ওমানে যাবেন বলে জানা গেছে।
এদিকে শুধু বোর্ড সভাপতিই নন, বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও দলকে সমর্থন জোগাতে যাবেন ওমানে।
খেলোয়াড়দের পাশে থাকতে নাজমুল হাসান পাপনের এই উদ্যোগ এবারই নতুন নয়। এর আগে বিভিন্ন টুর্নামেন্টে তিনি দলের পাশে থেকে সমর্থন জুগিয়েছেন।
বর্তমানে বাংলাদেশ দল অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর টাইগাররা আবারও যাবে ওমানে। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাহমুদউল্লাহ রিয়াদদের বিশ্বকাপের মূল মিশন।