জ্যামাইকায় উইন্ডিজের পরীক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২১, ১১:৪৭ এএম

জ্যামাইকায় উইন্ডিজের পরীক্ষা

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১টি করোনা জটিলতা ও বাকি তিনটি গেছে বৃষ্টির পেটে। একটি ম্যাচ সম্পন্ন হয়েছিল। আর সেটা পাকিস্তান জিতে সিরিজ নিশ্চিত করে। আজ জ্যামাইকায় টেস্ট সিরিজ শুরু হচ্ছে। ২ ম্যাচের লড়াই। প্রথম টেস্ট ম্যাচটি আজ। তবে ওয়েস্ট ইন্ডিজের লড়াই সহজ হবে না। পাকিস্তানের বোলিং বৈচিত্র্য ভাল। আর বিশেষ করে পাকিস্তানের স্পিন ভয়ঙ্কর। 

দুঃসংবাদ আরো রয়েছে। আজ শুরু হতে যাওয়া টেস্টেও বৃষ্টি হতে পারে। আর স্পিনবান্ধব উইকেট আশা করছেন সবাই। বৃষ্টি না হলে বেশ জমবে এই টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে প্রথমবার মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। 

পাকিস্তানকে ১৯৭৭ সালের পর এই সাবিনা পার্কে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০০৫ ও ২০১৭ সালে পাকিস্তান জিতেছে এখানে। 

 পাকিস্তান দল : আবিদ আলি, ইমরান বাট, আজহার আলি, বাবর আজম, ফাওয়াদ আলম, রিজওয়ান, ফাহিম আশরাফ/নুমান আলি, হাসান আলি, ইয়াসির শাহ, আব্বাস ও শাহেন শাহ আফ্রিদি। 

ওয়েস্ট ইন্ডিজ : ব্রাথওয়েট, কিয়েরন পাওয়েল, বোনার, ব্রুকস, ব্ল্যাকউড/রস্টন চেজ, জেসন হোল্ডার, জশুয়া, আলজারি জোসেফ, কর্নওয়াল, রোচ, জেডেন।  

 

Link copied!