নিউ জিল্যান্ড থেকে সুখবর পেলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২১, ০৭:৪৫ পিএম

নিউ জিল্যান্ড থেকে সুখবর পেলো বাংলাদেশ

নিউ জিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সবাই সবশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হওয়ার সুখবর পাওয়া গেছে। সোমবার (১৯ ডিসেম্বর) নিউ জিল্যান্ড থেকে ভিডিও বার্তায় সুখবরটি দিয়েছেন দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

“গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। আজ(২০ ডিসেম্বর) সকালে রেজাল্ট এসেছে, আলহামদুল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।”-ঠিক এভাবেই বলেছেন টিম ডিরেক্টর।

কাল(২১ ডিসেম্বর) থেকেই শুরু হবে ক্রিকেটারদের নিজেদের প্রস্তুত করার মিশন। যদিও অনুশীলন শুরুর কথা ছিল আরও আগেই। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর নিউ জিল্যান্ডে সফরের সব সূচি ওলট-পালট হয়ে যায়। সিরিজের ভাগ্য ঝুলছিল ক্রিকেটারদের করোনা টেস্টের উপর। এই টেস্টে নেগেটিভ হওয়াতে উড়ে গেছে সব শঙ্কা।

সফরের শুরুতে সাতদিন কোয়ারেন্টাইনের কথা থাকলেও তা বাতিল হয় হেরাথের করোনা আক্রান্তের পর। বাড়ে কোয়ারেন্টাইনের দিন। করোনার প্রকোপ না পড়লে চার দেয়ালে বন্দি না থেকে অনুশীলন করতে পারতেন ক্রিকেটারা। তবে নেগটিভ হলে দ্রুত মাঠে ফিরতে পারবেন এই ভাবনায় রোমাঞ্চ কাজ করছিল ক্রিকেটারদের মধ্যে। অবশেষে এই সময় ঘনিয়ে এলো।

মঙ্গলবার সকাল থেকে অনুশীলন শুরু হবে জানিয়ে সুজন বলেন, “কাল (২১ ডিসেম্বর) আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিব্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুযোগটাও পাব। ওখানে অন অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।”

সিরিজ শেষ অবদি সবাই যাতে সুস্থ থেকে নিজেদের সেরাটা খেলতে পারেন এ জন্য দোয়াও চেয়েছেন সুজন।  “দেশবাসির কাছে প্রত্যাশা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।”

দুই দলের মধ্যে প্রথম টেস্ট হবে নতুন বছরের প্রথম দিন মাউন্ট মাঙ্গুনাইয়ের বে ওভালে। আর দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

Link copied!