পারফরম্যান্স করে ট্রলের জবাব দেবেন মিথুন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২১, ০৮:৫৫ এএম

পারফরম্যান্স করে ট্রলের জবাব দেবেন মিথুন

সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বাজেভাবে ট্রলের শিকার হন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিথুন। অবশ্য পারফরম্যান্স করতে পারছেন না। দলের প্রয়োজনে ব্যর্থ হচ্ছেন। তবে ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, পারফরম্যান্স করেই ট্রলের জবাব দেবেন তিনি। 

সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজে রাখা হয়নি মিথুনকে। যদিও তিনি মূলত ওয়ানডের জন্য পরিকল্পনায় রয়েছেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলের থাকতে পারেন তিনি। আর বিসিবির পরিকল্পনায় আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

অনলাইন হেনস্থার শিকার মিথুন সাক্ষাতকারে হতাশা প্রকাশ করেছেন। সেখানে বলেছেন ‘মানুষ আপনাকে উপহাসের পাত্র বানালে সেটি অপমানজনক। প্রথমত, কারো সেই অধিকার নেই। একজন মানুষ হিসেবেও আপনার এমন ব্যবহার প্রাপ্য নয়, আমি কেবল একজন জাতীয় দলের ক্রিকেটারের কথাই বলছি না। এটি সবার জন্যই প্রযোজ্য। আপনার জীবনের ওপর আপনার নিজের নিয়ন্ত্রণ আছে এবং আপনার পরিবারের মানুষ ছাড়া কেউই আপনাকে এভাবে বলতে পারে না। দ্বিতীয়ত, আসলে আমাদের অভ্যাসই এমন হয়ে গেছে এবং এগুলো পরিবর্তনও হচ্ছে না। এখানেই আমার ক্যারিয়ারের শেষ নয়, এবং আমার অনেক বেশি বয়সও হয়নি। যখন একজন খেলোয়াড় ভালো করতে পারবে না সে দল থেকে বাদ পড়বে, এটি খুবই স্বাভাবিক। আমি আগেও দল থেকে বাদ পড়েছি। তাই আমাকে খুঁজতে হবে আরও ভালো একজন খেলোয়াড় হয়ে কীভাবে দলে ফেরা যায়। অধারাবাহিক হয়ে খেলার চেয়ে আমি একজন ভালো ব্যাটসম্যান হিসেবে দলে ফিরতে চাই যে দলকে ভালো কিছু দিতে পারবে। আমি সবসময়ই বাংলাদেশের পক্ষে ভালো খেলতে চাই কিন্তু সবসময় হয়তো সেটা বাস্তবায়ন হয় না। আপনি ভালো খেললেই মানুষ আপনার প্রশংসা করবে, খারাপ করলেই দল থেকে বাদ পড়বেন। খুবই স্বাভাবিক ব্যাপার।’

সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে মিঠুন বলেন, ‘অনলাইন অ্যাবিউজ নিয়ে সিনিয়র ক্রিকেটাররা আগেও কথা বলেছেন, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। আমার মনে হয়, যারা আমাকে নিয়ে উপহাস করছে, তাদের ক্রিকেট সম্পর্কে ধারণাই নেই। আমি নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না। কিন্তু আপনি কী সবকিছুই এভাবে এড়িয়ে যেতে পারবেন? আপনার বন্ধুরা আপনাকে এসব দেখাবে।’

 

Link copied!