বাংলাদেশ কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টারর্স টাস্কফোর্সের সদস্য নির্বাচিত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২২, ০৭:৩১ পিএম

বাংলাদেশ কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টারর্স টাস্কফোর্সের সদস্য নির্বাচিত

আগামী ৪ বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স টাস্কফোর্স কমিটিতে অন্যতম সদস্য হিসেবে বাংলাদেশ মনোনীত হয়েছে।

গত ২২ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত কমনওয়েলথ ইয়থ মিনিস্টিরিয়াল টাস্ক ফোর্সের ৫ম সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে অন্যতম সদস্য হিসেবে মনোনীত করা হয়।

কমিটির অন্য সদস্য হলো-সদস্যের মধ্যে রয়েছে ফিজি, সামোয়া, মালটা, উগান্ডা, ঘানা, কিংডম অফ এসওয়াতিনি, বাহামাস, জামাইকা, স্টেট লুসিয়া ও ভারত।

সভায় কমনওয়েলথ এর আওতাভুক্ত দেশসমূহের যুব কার্যক্রম পর্যালোচনা করা হয়।  বিশেষ করে যুবদের ভবিষ্যত উন্নয়নে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগীতা জোরদারকরণ, যুবদের দক্ষতা বৃদ্বি, উদ্ভাবন,কর্মসংস্থান,যুব ক্ষমতায়ন,উদোক্তা সৃষ্টির মাধ্যমে স্মার্ট এবং রেজিলিয়েন্ট যুব উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

প্রসঙ্গত, টাস্ক ফোর্স কমিটির সদস্যরা বছরে অন্তত একবার লন্ডনে মিলিত হয়ে কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করবেন। কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিলের এশীয় অঞ্চলের প্রতিনিধি নির্বাচনেও বাংলাদেশ বিজয়ী হয়েছে।

Link copied!