দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালকে বাদ দিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট। ১৮ সদস্যের দলটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসবে ১৬ মে। এই দলের অধিনায়ক কুশল পেরেরা ও সহ-অধিনায়ক কুশল মেন্ডিস।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৩, ২৫ ও ২৮ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি রয়েছে। তরুণ একটি দল ঘোষণা করেছে লঙ্কানরা। আর বাংলাদেশ বেশ অভিজ্ঞ দল খেলাবে সফরকারীদের বিপক্ষে।
বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেন। ঈদের পর অনুশীলনে দেখা যেতে পারে তাদের।
বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা দল
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ–অধিনায়ক), ধানুষ্কা গুনাতিলকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানাকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকওয়েলা, দুশ্মন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লক্ষ্মণ সান্দাকান, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।