বাংলাদেশের মাথা ব্যথা এখন ম্যাথুস

ক্রীড়া ডেস্ক

মে ২৫, ২০২২, ০৬:০৮ পিএম

বাংলাদেশের মাথা ব্যথা এখন ম্যাথুস

আজ সকালটা ছিল বাংলাদেশের। শ্রীলংকার দুটি উইকেট তুলে নিয়েছে তারা। বিশেষ করে দিমুথ করুনারত্নের (৮০) উইকেটটি জরুরি ছিল। সাকিব তাকে ফেরত পাঠান সাজঘরে। তবে চট্টগ্রামে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুস থিঁতু হয়ে গেছেন। তিনি এখন বড় মাথা ব্যথার কারণ বাংলাদেশের। লাঞ্চের সময় আজ বৃষ্টি নেমে আসে। ফলে খেলা বন্ধ হয়ে যায়। তখন ১ ওভারের মত বাকি ছিল।

শ্রীলংকা ৪ উইকেটে ২১০ তুলেছে। ১৫৫ রানে পিছিয়ে রয়েছে তারা এখনো। ম্যাথুস ২৫ ও ধনঞ্জয় ডি সিলভা ৩০ রানে অপরাজিত আছেন। সকালে এবাদত নাইটওয়াচম্যান রাজিথাকে (০) আউট করেন। আর করুনারত্নের উইকেটটি সাকিবের। এবাদত ও সাকিবের ২টি করে উইকেট। 

 গতকাল দ্বিতীয় দিন শেষে শ্রীলংকা ২ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছিল। করুনারত্নে ৭০ রানে ছিলেন। আজ আর ১০ রান করে আউট হন তিনি। 

Link copied!