দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গে পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে কাজ করবেন আলবি মর্কেল। এই সফরে তামিম-সাকিবদের নিয়ে কয়েকটি সেশনের কথা রয়েছে তার।
এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
মঙ্গলবার (১৫ মার্চ) মুঠোফোনে সুজন বলেন, ‘এটা কোনো নিয়োগ না, ওকে ফাঁকা পাওয়া যাচ্ছে। তাই কয়েক দিনের জন্য কয়েকটা সেশন করাবে। নিয়োগ অন্য ব্যাপার, দীর্ঘমেয়াদে হয়। এটা শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকটা সেশনের জন্য।’
এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়াম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন, মর্কেল ওয়ানডে সিরিজে ৫ দিন কাজ করবেন।
আগামী ১৫ মার্চ জোহানেসবার্গে আন্তঃদলীয় একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর স্বাগতিকদের বিপক্ষে ১৮, ২০ ও ২৩ মার্চ আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত তিনটি ওয়ানডে খেলবে তারা।
একদিনের সিরিজ শেষে টেস্টের প্রস্তুতি নিতে ২৬-২৭ মার্চ দুই দিনের আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ খেলবে তারা প্রোটিয়াদের সঙ্গে। ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল ডারবানে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথে ৮-১২ এপ্রিল।