বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে চান না তামিম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২২, ১১:০১ পিএম

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে চান না তামিম

 

দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে পরপর দুই ম্যাচে দুই হাফ সেঞ্চুরি তামিম ইকবালের ব্যাটে। বিপিএলের প্রথম দুই ম্যাচে মিনিস্টার ঢাকার জার্সিতে ফিফটি পেয়েছেন বাঁহাতি ওপেনার। তবে তার ধীর গতির ব্যাটিংয়ে দল উপকৃত হয়েছে সামান্যই। ঢাকা জেতেনি একটিতেও, উল্টো চাপ বেড়েছে। 

এমন ব্যাটিং তামিম নিজেও হয়তো উপভোগ করছেন না। এজন্য এ ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন অনুভব করছেন। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন না। নিজের এ সিদ্ধান্ত তামিম জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনকে।

বাংলাদেশের হয়ে তামিম সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর টানা ১২ টি-টোয়েন্টি ম্যাচে তামিম এ ফরম্যাটে প্রতিনিধিত্ব না করায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন। অনুশীলনের ঘাটতি এবং অনান্য পারিপার্শ্বিকতা মিলিয়ে তামিম সরে আসেন। তখন থেকেই গুঞ্জন ছড়াতে থাকে তামিম এই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেবেন। 

বিশ্বকাপের পর নাজমুল হাসানের সঙ্গে আলোচনায় বসে তামিম নিজের সিদ্ধান্ত জানান। আনুষ্ঠানিকভাবে আজই বিসিবি প্রধান তামিমের সিদ্ধান্ত গণমাধ্যমে বলেছেন। 

বিপিএলের খেলা দেখা শেষে শনিবার (২২ জানুয়ারি) নাজমুল হাসান বলেছেন, ‘ওর (তামিম) সাথে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম, তুমি টি-টোয়েন্টিতে আবার ফিরে আসো। এটা ছাড়বা কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ।’

‘টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে, ‘‘আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।’’ এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিৎ না। কেউ যদি খেলতেই না চায় তাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’ – যোগ করেছেন নাজমুল হাসান। 

প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে ৪২ বলে ৫০ রান করেন। আজ তার ব্যাট থেকে ৪৫ বলে ৫২ রান করেন। দুই ইনিংসেই তার ব্যাটিং ছিল ধীর গতির। আবার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট বিলিয়ে এসেছেন। ভালো খেললেও তামিমের ইনিংস বড় না হওয়ার আক্ষেপ ঝরল নাজমুল হাসানের কণ্ঠে, ‘তামিম ভালো খেলেছে। ও তো সবসময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিৎ। ফিফটি হয়ে গেলেই মারমুখো হতে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিৎ, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।’

Link copied!