আমিনুর রহমানের করা ইনিংসের ৪৯তম ওভারের তৃতীয় বল। ওয়াইড লং অফে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন আবাহনী লিমিটেডের শামীম পাটোয়ারি। সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করলেও এতদূর পর্যন্ত এসেছেন ঝড় তুলেই। মাত্র ৬৩ বলে শতক যার প্রমাণ।
রবিবার বিকেএসপির ৩ নাম্বার মাঠে সিটি ক্লাবের মুখোমুখি হয় আবাহনী। টস হেরে ব্যাট করতে নেমে শামীমের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩০৯ রানের বিশাল পুঁজি গড়ে আকাশী নীল জার্সিধারীরা।
ছয়ে নামা শামীমের সেঞ্চুরিতে চারের মার ছিল ১৩টি আর ছয়ের মার ৪টি। ৪১ বলে প্রথম ফিফটি পাওয়ার পর শামীম যেন আরও ফুঁসে ওঠেন। দ্বিতীয় ফিফটি আসে মাত্র ২২ বলে! তার মধ্যে ৭টি ছিল চার আর ২টি ছয়। শেষ পর্যন্ত শামীম অপরাজিত থাকেন ৬৬ বলে ১০৮ রান করে।
শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ষষ্ঠ উইকেটে শামীম-জাকের প্রতিরোধ শুরু করেন। ২৯.৩ ওভার থেকে শুরু হয় দুজনের লড়াই। জাকের শুরুতে ধীরে খেললেও শেষ দিকে ঝড় তোলেন। শামীমের সঙ্গে তিনিও অপরাজিত ছিলেন ৫৯ বলে ৪ চার ও ৩ ছয়ে ৬৫ রান করে। ফিফটি করেন ৫৪ বলে। দুজনে ১২৩ বলে যোগ করেন ১৭১ রান।
এ ছাড়া নাঈম শেখ ৩৭, তৌহিদ হৃদয় ৪৬ রান করেন। অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ২৪ রান। সিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জাওয়াদ রোয়েন।