সৌম্য ও মাহমুদউল্লাহ রিয়াদে সিরিজ জয়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২১, ০৮:০০ পিএম

সৌম্য ও মাহমুদউল্লাহ রিয়াদে সিরিজ জয়

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সৌম্য সরকার (৪৯ বলে ৬৮ রান) , মাহমুদউল্লাহ রিয়াদ (৩৪) ও শেষে শামীম হোসেন পাটোয়ারীর ( ১৫ বলে ৩১ রান) আগুণে ব্যাটিংয়ে জয় পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেটের জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করল টাইগাররা। 

জিম্ববুয়ে প্রথমে ব্যাট করে ১৯৪ রানে টার্গেট দিয়েছিল (১৯৩/৫)। বাংলাদেশ রান রেট ঠিক রেখে জয়ের বন্দরে নোঙর করে (১৯৪/৫,১৯.২ ওভার)। 

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মাটিতে কখনো সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার সেই কাজটিই করলেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। তৃতীয় টি-টোয়েন্টিতে একেবারে রেকর্ড রান ভেঙে ৫  উইকেটে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। 

হারারেতে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে। 

মাত্র ১৫  বলে ৩১ রান করে অপরাজিত জয়ে দারুণ অবদান রাখেন শামীম হোসেন। তার সংগে ১  রানে অপরাজিত ছিলনে নুরুল হাসান সোহান। 

সর্বোচ্চ ৪৯ বলে ৬৮ রান করেন সৌম্য সরকার। এ ছাড়া মাহমুদউল্লাহ ২৮ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। মাত্র ১৩ বলে ২৫ রান আসে সাকিবের ব্যাট থেকে। আফিফ খেলেন ৫ বলে ১৪ রানের ইনিংস। 

এর আগে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করলো জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে ১৯৩ এর  আগে ২০১২ সালে হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে তারা করেছিল সর্বোচ্চ ২০০ রান।

তাসকিন চতুর্থ ওভারে ২০ রান দিয়েছিলেন, ২ ওভারে ২৮ রান। এরপর তাকে আর বোলিংয়ে আনেননি মাহমুদউল্লাহ। রেগিস চাকাবার ব্যাটে হ্যাটট্রিক ছক্কা হজম করে নাসুম ১১তম ওভারে দেন ২১ রান। সাইফউদ্দিন ছিলেন সবচেয়ে বাজে। ১৮তম ওভারে ১৯ রানসহ ৪ ওভারে ৫০ রান দেন।

জিম্বাবুয়ের হয়ে শেষটা রাঙান রায়ান বার্ল। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৩১ রান। মাঝে চাকাবা ২২ বলে ৬ ছক্কায় করেন ৪৮ রান। সর্বোচ্চ ৫৪ রান করা মাধেভেরে বল খেলেন ৩৬টি। ৬টি চার হাঁকান তিনি।

Link copied!