কাশ্মীর প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তবে শহীদ আফ্রিদি ফাইনালে খেলছেন বলেই হয়তো আওয়াজটা শোনা গেল। আর চির তরুণ এই অলরাউন্ডার ফাইনালে দারুণ বল করেছেন। তার দল রাওয়ালাকোট মুজাফফরবাদ টাইগার্সকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আফ্রিদির বয়স ৪১ বছর ১৭০ দিন। ৪২ ছুঁই ছুঁই করছে। এখনো লেগ স্পিনে অসাধারণ ধার তার। তার দল রাওয়ালাকোট নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করেছিল। আফ্রিদি ব্যাট করেননি। তিনি অধিনায়ক এই দলটির।
জবাবে মুজাফরবাদ ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান তুলে থেমে যায়। আফ্রিদি ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে মুজাফফরবাদের অধিনায়ক ছিলেন মোহাম্মদ হাফিজ। তার বয়স ৪০ বছর ৩০৫ দিন। হাফিজ বল হাতে ২৬ রানে ২ উইকেট নেন। আর ব্যাটিংয়ে করেন ২৯ রান। আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও। হাফিজ এখনো খেলছেন।