ঢাবি এলাকায় শীতবস্ত্র বিতরণ করলো নর্থবেঙ্গল নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৪, ০১:৩৯ এএম

ঢাবি এলাকায় শীতবস্ত্র বিতরণ করলো নর্থবেঙ্গল নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

শীতে কাঁপছে রাজধানীসহ সারাদেশ। কনকনে শীতে জবুথবু জনজীবন। একটু উষ্ণতা পেতে যেখানে অসহায় মানুষ দিগ্বিদিক ছুটছে, সেখানেই সহায়তায় হাত বাড়িয়ে এগিয়ে এলো নর্থবেঙ্গল নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন।

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, শহীদ মিনারসহ এর আশপাশে এলাকায় প্রায় ৪ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

নর্থবেঙ্গল নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মৃণাল চন্দ্র দাস বলেন, “আমরা চেষ্টা করেছি কিছু অসহায় শীতার্থ মানুষের কষ্ট নিবারণে ভূমিকা রাখার। স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে বরাবরই আমরা সেবা দিয়ে থাকি তবে মানবিক দিক বিবেচনা করে আমাদের এই ছোট্ট প্রয়াস।”

সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব খাদেমুল ইসলাম  সংবাদমাধ্যমকে জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগীও বাড়তে শুরু করেছে। বেশির ভাগ শিশু ও বয়স্করা শীতে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে আমরা চাই এই শীতে কেউ কষ্ট না পাক সবাই সুস্থ থাকুক আমাদের এই চেষ্টা ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিবিজিএনএস এর সাবেক সভাপতি নাসিমুল হক ইমরান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।

শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত বলেও মনে করে সংগঠকরা।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জামিয়ার রহমান, সহ সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মইনুল ইসলাম, যুগ্ম মহাসচিব জাহিদ হাসান, আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক এম.জি গোলাম রায়হান, অর্থ সম্পাদক ফিরোজ রেজা তুহিন, বিবিজিএনএস এর সাবেক সভাপতি ও নর্থবেঙ্গল নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য  নাসিমুল হক ইমরান, অম্বিকা রায় ও নর্থবেঙ্গল নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা নার্সিং কলেজ এর রেওয়ায়েত জান্নাত ঋতু, স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর সাধারণ সম্পাদক আরমিনা হক মুমুসহ ছাত্রছাত্রী বিষয়ক সম্পাদক মণ্ডলীর সদস্য বৃন্দ।

Link copied!