বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছিল তারা। এবার তারা বাংলাদেশকে হারাল। আর পরের পর্বে তারা।
বাংলাদেশ আগে ব্যাট করে ১২৭ রান সংগ্রহ করে। টসে জিতে ব্যাটিং নেন সাকিব। ১৮.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান (১৩১/৩)। নাজিবুল্লাহ জাদরান ৪৩ ও ইব্রাহিম জাদরান ৪২ রান করেন। ৬৯ রানের জুটি এ দুজনের। আর সেটা ৩৩ বলে।
ওপেনার হজরতউল্লাহ জাজাই ২৩ ও গুরবাজ ১১ রানে ফিরলেও আফগানরা হতাশ হয়নি। নবিও বড় স্কোর করতে পারেননি (৮)। নাজিবুল্লাহ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১৭ বলের ইনিংসে ৬টি চার ও ১টি চার মেরেছেন।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট সাকিব, মোসাদ্দেক ও সাইফউদ্দিনের।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন সাত নম্বরে নামা মোসাদ্দেক হোসেন। তার ৩১ বলের অনবদ্য ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা ছিলো।
এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ২৫, মাহেদি হাসান ১৪, আফিফ হোসেন ১২ ও অধিনায়ক সাকিব আল হাসান ১১ রান করেন।
আফগানিস্তানের মুজিব উর রহমান-রশিদ খান ৩টি করে উইকেট নেন।