আজও মৃত্যুশূন্য দিন, আগের দিনের তুলনায় বেড়েছে শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২২, ১০:৩২ পিএম

আজও মৃত্যুশূন্য দিন, আগের দিনের তুলনায় বেড়েছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কেউ মারা যাননি। এর আগের দিনও ছিল মৃত্যুহীন। এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার সামান্য বেড়েছে। এই সময়ে ৪৪ জন করোনায় সংক্রমিত হয়েছে। অর্থাৎ দশমিক ৬৫ শতাংশের শরীরের করোনা ধরা পড়েছে। আগের দিনে এই হার ছিল শূন্য দশমিক ৬১ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আগের দিন দেশে ৩৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৪৪। এ নিয়ে দেশে করোনাভাইরাসের মোট সংক্রমণ শনাক্ত হলো ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জনের শরীরে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ, যা আগের দিন ছিল শূন্য দশমিক ৬১ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ।

Link copied!