মে ২, ২০২২, ০৯:৪৭ পিএম
ভারতের সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছেন, করোনাভাইরাসের টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না। বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ আজ সোমবার (৩ মে) এ আদেশ দেন। এর আগে যদিও ভারত সরকার স্পষ্ট করেছিল যে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়নি।
আদালত বলেন, 'সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিকের তার শরীরের ওপর কর্তৃত্ব ও অখণ্ডতার অধিকার সুরক্ষিত করা আছে।' একই আদেশে আদালত করোনা শনাক্তের হার কম থাকলে টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর পাবলিক প্লেসে অবস্থানের বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ না করার পরামর্শ দিয়েছেন।