করোনায় গত ২৪ ঘন্টায় প্রাণ গেল দুই নারী ও দুই পুরুষের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২২, ১২:৫৯ এএম

করোনায় গত ২৪ ঘন্টায় প্রাণ গেল দুই নারী ও দুই পুরুষের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ১৮৫ জনের মৃত্যু হল। এদিকে, বুধবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২৮ জন। এনিয়ে দেশে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, অন্যজন চট্টগ্রামের। মৃতদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী।

বিজ্ঞপ্তিতে  আরও বলা হয়, বুধবার গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২৩৩ টি নমুনা। এর মধ্যে করোনা শনাক্ত হন এক হাজার ৭২৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

Link copied!