করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩০

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৯, ২০২২, ১০:৫৫ পিএম

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩০

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে টানা ৯ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে এখন পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ।

এদিকে, একদিনে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

Link copied!