গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে একজন মারা গেছেন। এর আগে গত ছয় দিন সারা দেশে করোনা সংক্রমণে কেউ মারা যায়নি। এই সময়ে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৭১ শতাংশ।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আগের ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল ০ দশমিক ৮০ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।