ষষ্ঠ দিনও মৃত্যুহীন, তবে বেড়েছে শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ১০:২৯ পিএম

ষষ্ঠ দিনও মৃত্যুহীন, তবে বেড়েছে শনাক্ত

টানা ছয় দিন করোনায় মৃত্যুহীন থাকল দেশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কেউ মারা যাননি। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২৮।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায়ও দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন।

Link copied!