স্কুলে গিয়ে শিক্ষার্থীর করোনা আক্রান্তের খবর অসত্য: নওফেল

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৫, ২০২১, ০১:৫১ এএম

স্কুলে গিয়ে শিক্ষার্থীর করোনা আক্রান্তের খবর অসত্য: নওফেল

স্কুলে গিয়ে শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবরের সত্যতা নেই বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম প্রয়াণদিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘করোনার সংক্রমণ এখন অনেক কমেছে। আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, একদিনের বেশি কেউ যেন স্কুলে না আসে। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে এটার কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই। তারা স্কুলে না গেলেওতো অন্যান্য জায়গায়, আত্মীয় স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানে যাচ্ছিলেন। সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা এটা দেখেছি। এটা হয়েছে। আমরা পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি’।

উপমন্ত্রী বলেন, ‘মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে ব্রিটিশবিরোধী বিপ্লবে অংশগ্রহণকারীদের কথা পাঠ্যপুস্তকে আনতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ এখনো শেষ হয়নি। মূল শিক্ষাক্রম অনুমোদন দেওয়া হয়েছে মাত্র’। পর্যায়ক্রমে সব পাঠ্যপুস্তকে তা যুক্ত করা হবে বলেও জানান তিনি।

বিপ্লবীদের স্মৃতি স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নিতে রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘রেলওয়ের অনেক জায়গা জমি ব্যবসায়িক স্বার্থে লিজ দেওয়া হলেও ইতিহাস সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। বিপ্লবীদের স্মৃতি রক্ষার্থে কোনো প্রতিষ্ঠান যেন করা হয়। ইতিহাস রক্ষায় রেলের জায়গায় কাজ যেন হয়’।

নওফেল বলেন, ‘ঔপনিবেশিক শাসন অবসানে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারসহ চট্টগ্রামের যে বিপ্লবীরা আত্মাহুতি দিয়েছেন, তাদের কথা বিশ্ব মানব ইতিহাসে লেখা থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’য় তাদের কথা লিখেছেন। জাতির পিতা সেখান থেকে অনুপ্রেরণা এবং আন্দোলন-সংগ্রামের শক্তি পেয়েছেন’।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এই স্মৃতি ধরে রাখতে হবে। অপ-রাজনৈতিক শক্তি, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রীতিলতা ও মাস্টারদার স্মৃতি এবং চট্টগ্রাম যুব বিদ্রোহে যারা অংশ নিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব। তাদের সম্পর্কে জানব। আগামীতে চট্টগ্রামকে ঘিরে কেউ যদি কোনো অপরাজনীতি করলে তার জবাব দিতে, লড়াই-সংগ্রামে তাদের জীবন থেকে শিক্ষা নিব’।

Link copied!