কাতার বিশ্বকাপ: প্রথম ম্যাচের দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করছেন

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২১, ২০২২, ০১:৫৪ এএম

কাতার বিশ্বকাপ: প্রথম ম্যাচের দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করছেন

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ। রবিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

দোহার আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক এ অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সাজ সাজ রব দোহায়। উদ্বোধনী দিনে একটাই ম্যাচ।

ম্যাচটি উপভোগ করতে এরই মধ্যে দর্শক-ভক্ত-সমর্থকরা মাঠে প্রবেশ করছেন। দর্শকদের অনেকের হাতে বিশ্বকাপের রেপ্লিকা শোভা পাচ্ছে।

দর্শক-সমর্থকদের আগমন অব্যাহত থাকায় স্টেডিয়ামের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে কাতার পুলিশ কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজনের হাতে লাঠি দেখেতে পাওয়া যায়।

চার বছর পর কাতার বিশ্বকাপ ফুটবলের আসরের স্বাগতিক ও ইকুয়েডর দলের সমর্থকরা একে অপরের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়।

কাতার বিশ্বকাপের কাপের স্টেডিয়ামগুলো বিভিন্ন আকৃতিতে নির্মাণ করা হয়েছে। আল বায়াত স্টেডিয়ামের নির্মাণ কাজেও একটি আকৃতিতে নেওয়া হশেছে। আল বাইত নির্মাণে রয়েছে শিল্পের তুলির ছোঁয়া। ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচসহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। এর মধ্যে একটি সেমিফাইনালও আছে। এতে একেসঙ্গে ৬০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন।

মরুভূমিতে টাঙানো তাঁবুর মতো দেখতে এই স্টেডিয়াম। কাতারের কেন্দ্রস্থল দোহার থেকে সবচেয়ে দূরে এই স্টেডিয়াম।অন্যান্য সব স্টেডিয়ামের মতো আল বায়াতেও পাঁচতারা হোটেলের মতো সব ধরনের সুযোগ সুবিধা থাকছে। দর্শকদের সুবিধার জন্যও বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে।

Link copied!