কাতার বিশ্বকাপে খেলা অনিশ্চিত নেইমারের!

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ১৫, ২০২২, ১২:৩৭ এএম

কাতার বিশ্বকাপে খেলা অনিশ্চিত নেইমারের!

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তোস ছেড়ে যখন বার্সেলোনায় যোগ দেন নেইমার, তখন বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ আছে এই ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে। সেই অভিযোগেই পরে মামলা ঠুকেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। 

ডিআইএসের দাবি, নেইমারের ইমেজ স্বত্বের ৪০ শতাংশের মালিকানা তাঁদের। ২০০৯ সালে ১৭ বছরের নেইমার যখন স্যান্তোসের উঠতি তারকা তখন ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেয় তাঁরা। কিন্তু নেইমার এখন তা অস্বীকার করায় মামলা ঠুকে দেন তাঁরা। ওই মামলায় নেইমারসহ দোষীদের পাঁচ বছরের জেল আর ১৪৪ কোটি টাকা জরিমানা দাবি করছে প্রতিষ্ঠানটি। 

মামলার শুনানি শুরু হবে আগামী সোমবার ১৭ অক্টোবর, বার্সেলোনায়। আদালতের প্রথম দিনের কার্যক্রমে উপস্থিত থাকতে হবে নেইমারকে। এ মামলার শুনানি দুই সপ্তাহ চলতে পারে। আর তাই বিশ্বকাপের মাসখানেক আগে খেলার চিন্তা বাদ দিয়ে তাঁকে দৌড়াতে হবে আদালতের কাঠগরায়।

Link copied!