মাতাল দর্শকদের জন্য কাতার বিশ্বকাপে থাকবে বিশেষ জোন

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২২, ০৬:০৮ এএম

মাতাল দর্শকদের জন্য কাতার বিশ্বকাপে থাকবে বিশেষ জোন

ফুটবল বিশ্বকাপের জমকালো আয়োজন এবার কাতারে। এই জমকালো আয়োজন সব ধরনের মানুষের জন্য সর্বোচ্চ আনন্দের করে দিতে চাইছে কাতার। তাই তো অ্যালকোহলের সুব্যবস্থাও রেখেছেন কর্তৃপক্ষ। কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতার বলেন, "কাতারেও অ্যালকোহল সহজলভ্য। যদিও তা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সীমিত, কিন্তু বিশ্বকাপের সময় নির্দিষ্ট কিছু এলাকা অ্যালকোহল পাওয়া যাবেই।"

টুর্নামেন্টে মাতাল দর্শকদের সংযত অবস্থায় ফিরে আসার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হবে বলে জানান নাসের আল খাতার। কাতারের রাজধানী দোহায় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে কাতার শুধুমাত্র হোটেল-বারে অ্যালকোহল বিক্রি সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট কিছু এলাকাও নির্ধারণ করে দিয়েছে যেখানে অ্যালকোহল পাওয়া যাবে। তাছাড়া, 'ফ্যান জোন' বা ভক্তদের জন্য নির্ধারিত জায়গায় এবং বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামের বাইরেও অ্যালকোহল সহজলভ্য থাকবে। ১৮ ডিসেম্বর এই আয়োজনের পর্দা নামা পর্যন্ত দর্শকদের জন্য তারা সব ব্যবস্থাই রাখছে।

মুসলিম দেশ হওয়ায় প্রকাশ্যে মদ্যপানের সুযোগ নেই তবে বিশ্বকাপে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের জন্য কাতার রেখেছে বিশেষ পরিকল্পনা। 

এক্ষেত্রে অ্যালকোহল গ্রহণ নিয়ে আইন শিথিল হবে কি না সে বিষয়ে নাসের বলেন, কাতারে অ্যালকোহল সহজলভ্য তবে সীমিত পরিমাণে তাই আমরা দর্শকদের জন্য নির্দিষ্ট কিছু এলাকায় পর্যাপ্ত ব্যবস্থা রাখব। আর মদ্যপানে অসংযত অবস্থায় চলে গেলে তাদের জন্য আলাদা জায়গা থাকবে যেখানে কাউকে কোনো রকম ক্ষতি করার সুযোগ বা নিজেকে ক্ষতি করার কোনো সুযোগ পাবেন না মদ্যপানকারীরা।

Link copied!