বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে অংশ নিতে সিলেটে পৌঁছে গেছেন ক্রিকেটাররা। ৭ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচ রয়েছে সেখানে। ৩ দিন সেখানে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর তার পর বিপিএলের বাকি ম্যাচ, প্লে অফ ও ফাইনাল রয়েছে ঢাকায়।
বিপিএলের ফাইনাল রয়েছে আগামী ১৮ ফেব্রয়ারি। তার আগে প্লে অফ রয়েছে। সেরা ৪টি দল প্লে অফে খেলবে। প্রথম ও দ্বিতীয়স্থান অধিকার করা দল একে অপরের মুখোমুখি হবে। আর প্রথম প্লে অফ হারলেও তাদের আরো একটি সুযোগ থাকবে। প্রতিটি দল প্রথম ও দ্বিতীয় হতে চাইবে।
৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা। বরিশাল ও ঢাকা ৭টি করে ম্যাচ খেলেছে। বরিশাল ৯ ও ঢাকা ৭ পয়েন্ট পেয়েছে। বরিশাল দ্বিতীয় ও ঢাকার অবস্থান রয়েছে ৩ নম্বরে।
৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান চতুর্থ। ৮টি ম্যাচ খেলেছে চট্টগ্রাম। তারা ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম। তলানিতে সিলেট। ৬ ম্যাচে ৩ পয়েন্ট তাদের।