চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মুমিনুুল হক। বাংলাদেশের টেস্ট দলে অভিষেক হচ্ছে ইয়াসির আলি রাব্বির। পাকিস্তান দলে অভিষেক হচ্ছে আবদুল্লাহ শফিকের।
২ টেস্টের সিরিজ বাংলাদেশ ও পাকিস্তানের। দ্বিতীয় ও শেষটি রয়েছে ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এর আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছে ৩-০ তে।
এই টেস্টে সাকিব আল হাসান খেলতে পারছেন না। আর তামিম ও মাহমুদউল্লাহও নেই। সব মিলিয়ে কঠিন পরীক্ষার মুখে পরতে যাচ্ছে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ড্র বাদে সবগুলোই জিতেছে পাকিস্তান। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে আসা সিরিজে টেস্টটি ড্র হয়েছিলো।
বাংলাদেশ এখন পর্যন্ত ১২১টি টেস্ট খেলেছে, জিতেছে ১৪টিতে হেরেছে ৯১টিতে। এরমধ্যে ৪৩টি ম্যাচে ইনিংস ব্যবধানে। বাকী ১৬ টেস্ট ড্র করেছে।
বাংলাদেশ টেস্ট দল : সাইফ, সাদমান, শান্ত, মুমিনুল (অধিনায়ক), মুশফিক, ইয়াসির আলি, লিটন (কিপার), মিরাজ, তাইজুল, জায়েদ, ইবাদত ।
পাকিস্তান টেস্ট দল : শফিক, আবিদ, আজহার, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ , রিজওয়ান (কিপার), ফাহিম, নোমান, হাসান, শাহিনশা, সাজিদ।