বাংলাদেশ দলে সাইফ-মোস্তাফিজের বদলে ইমন-রাব্বি

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২১, ২০২১, ০৪:৪৯ পিএম

বাংলাদেশ দলে সাইফ-মোস্তাফিজের বদলে ইমন-রাব্বি

পাকিস্তানের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে। আগামী ম্যাচটি আনুষ্ঠানকতা ছাড়া আর কিছু নয়। তাই বাংলাদেশ দলের হারানোর আর কিছু নেই। তবে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য থাকবে পরবর্তী ম্যাচে। আর সেলক্ষ্যেই গত দুই ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে না পারায় এবং বায়ো বাবল ভেঙে যাওয়ায় পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ স্কোয়াডে।

আগের স্কোয়াডে থাকা সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমানের বদলে দলে নেয়া হয়েছে পারভেজ ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে।

প্রথম দুই ম্যাচে আশানুরূপ ফলাফল না করতে পারায় অভিষিক্ত সাইফকে দল থেকে বাদ দেয়া হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ১ রান ও দ্বিতীয় ম্যাচে ০ রান করে ফেরেন তিনি। 

অপরদিকে, বায়োবাবল ভেঙে যাওয়ায় মোস্তাফিজকে তৃতীয় ম্যাচে রাখা হয়নি। দ্বিতীয় ম্যাচে একজন দর্শক তার কাছে চলে যায়। এতে করে তিনি যে বায়ো বাবলে ছিলেন সেটি শেষ হয়ে গেছে। ফলে তাকে অনিচ্ছাকৃতভাবে বাদ দিতে হয়েছে।

পারভেজ ইমন যদি শেষ ম্যাচে সাইফের বদলে ওপেনার হিসেবে খেলার সুযোগ পান তাহলে তার অভিষেক হবে জাতীয় দলের হয়ে। অপরদিকে মোস্তাফিজের জায়গায় কামরুল ইসলাম রাব্বি খেললে টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার। এর আগে টাইগারদের হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের মাঝখানে এই দুই ক্রিকেটারকে কেন দলে যুক্ত করা হলো, সেটার কারণ জানানো হয়নি। দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন।

Link copied!