মাহমুদউল্লাহদের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২২, ২০২১, ১১:২৩ এএম

মাহমুদউল্লাহদের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশ শেষ ম্যাচটি জিততে চাইবে। কারণ লজ্জার হোয়াইটওয়াশ এড়াতে। পাকিস্তান প্রথম দুুটি ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে। গতকাল রাতে বিশেষ ডিনারও করেছে তারা। আজ পাকিস্তান ফুরফুরে মেজাজে থাকবে আর বাংলাদেশকে এই সুবিধাটি নিতে হবে। 

আজকের ম্যাচে বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসতে পারে। পারভেজ ইমনকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। আবার চমক হতে পারেন ইয়াসির রাব্বি। ওদিকে মোস্তাফিজুর রহমানের হালকা চোট রয়েছে। তিনি না খেললে ডান-হাতি পেসার কামরুল ইসলাম রাব্বির কপাল খুলে যেতে পারে। 

এই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান ৪ উইকেটে জয় তুলে নেয়। আর পরেরটিতে কোনো সুযোগই তেমন দেয়নি তারা। সফরকারীরা জিতেছে ৮ উইকেটে। আজ বাংলাদেশের ব্যাটিংটা আরো ভাল হতে হবে। 

গতকাল বাংলাদেশ ও পাকিস্তান কোনো অনুশীলন করেনি। আর কেউ বক্তব্যও দেয়নি। না দিলেও এটা জলের মত স্বচ্ছ যে এই ম্যাচটি জিততে চাইবে বাংলাদেশ। হোয়াইটওয়াশ হলে আরো কথা উঠবে। 

পাকিস্তান শেষ ম্যাচে দলে পরিবর্তন আনতে পারে। যেহেতু তাদের সিরিজ নিশ্চিত হয়ে গেছে। সেই চমকটি কি হতে পারে সেটা আপাতত আন্দাজ করা কঠিন। তবে বাংলাদেশের ওপেনারদ্বয় ব্যর্থ হয়েছেন টানা ২ ম্যাচে। সাইফ হাসান বাদ পরতে পারেন এমন সম্ভাবনা রয়েছেই। সেক্ষেত্রে ইমন বা ইয়াসির রাব্বিকে দেখা যেতে পারে। 

Link copied!