৩৩০ রানে শেষ প্রথম ইনিংস

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২৭, ২০২১, ০৬:১১ পিএম

৩৩০ রানে শেষ প্রথম ইনিংস

৩৩০ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। লিটন দাসের ১১৪ এবং মুশফিকুর রহিমের ৯১ রানে ভর দিয়ে এই সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। বাকী ব্যাটারদের মধ্যে লোয়ার অর্ডারে মেহেদি হাসানের অপরাজিত ৩৮ রানের ইনিংস বাদে উল্লেখ করার মতো কোন ইনিংস নেই।

চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদশ। দলীয় অধিনায়কের আস্থার প্রতিদান দিতেই সাবধানী ব্যাট করছিলেন দুই ওপেনার। কিন্তু ১৪ এর শনির দশা যেন তাদের কপালে। দুজনেই ফেরেন ১৪ রান করে। পরে, তিন নম্বরে ব্যাট করতে নামা নাজমুল শান্তও ১৪ রান করেই ফেরেন ঘরে। তবে দলীয় অধিনায়ক ১৪ রানও করতে পারেননি। তিনি ফেরেন ৬ রানে।

৪৯ রানে টপ অর্ডারের ৪ ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর দলের হাল ধরেন লিটন-মুশফিক। লিটনের সেঞ্চুরী এবং মুশির ৯১ রানের সুবাদে ৩০০ পার করতে সক্ষম হয় বাংলাদেশ। শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মেহেদি। তবে খুব বেশি দূর যেতে পারেননি। তিনি ৩৮ রানে অপরাজিত থাকলেও অন্য পাশে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিল না।

পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন হাসান আলী, ২টি করে নিয়েছেন শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ। ১ উইকেট নিয়েছেন সাজিদ খান।

Link copied!