বিশ্বকাপ ফুটবলে মেসিদের ম্যাচে চাপ!

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ৩০, ২০২২, ০৬:৩৩ পিএম

বিশ্বকাপ ফুটবলে মেসিদের ম্যাচে চাপ!

২০২২ সালের নভেম্বরে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফিফা ইতোমধ্যে টিকেট বিক্রি করছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল ম্যাচেরও টিকিট ছাড়া হয়েছে। এই বিশ্বকাপে ৪টি ম্যাচ টিকিটের আবেদন বেশি পড়েছে। ইংল্যান্ড ও আমেরিকা ছাড়া বাকি তিনটি ম্যাচই লিওনেল মেসির আর্জেন্টিনার। 

আর্জেন্টিনা এই বিশ্বকাপে মেক্সিকো, পোলান্ড ও সৌদি আরবের সঙ্গে খেলবে। এই তিনটি ম্যাচের চাহিদা সবচেয়ে বেশি। আর আবেদন পরেছে রেকর্ড হারে। এখন লটারির মাধ্যমে নির্ধারিত হবে কারা ম্যাচ টিকেট পাচ্ছেন। 

ফিফার তথ্যানুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৩৫ লাখেরও বেশি টিকিটের অনুরোধ পেয়েছেন তারা। আর নির্দিষ্ট ম্যাচের হিসাবে যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি। আর তারপরই আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের চাহিদা তুঙ্গে।

বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। গত বছর কোপা আমেরিকা জিতে লিওনেল স্কালোনির দায়িত্বে থাকা আর্জেন্টিনা শুধু তাদের গ্রুপ জয়ের ফেভারিটই নয়, বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও অন্যতম দাবিদার। তবে অভিজ্ঞতার বিচারে প্রথম চাকরি হিসেবে আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকা স্কালোনি বাকি পথটুকু চালিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে!

Link copied!