আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাতিল করল আমেরিকা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ০৭:০০ পিএম

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাতিল করল আমেরিকা

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাতিল করেছে আমেরিকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সামরিক বাহিনীকে পরমাণু অস্ত্র বিষয়ে সর্বোচ্চ সতর্কতায় রাখার কারণে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে মার্কিন সেনারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরকিল্পনা করেছিল।

U.S.A plans first ICBM defence test

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন শুক্রবার বলেছে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে সৃষ্ট পরমাণু উত্তেজনা কমানোর লক্ষ্যে মিনিটম্যান-৩ ক্ষেণাস্ত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রাশিয়া তার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখার ঘোষণা দেওয়ার পর গত ২ মার্চ মার্কিন সামরিক বাহিনী প্রথম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিলম্বিত করে। সে সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, পরমাণু ঝুঁকি কমানোর বিষয়ে আমেরিকা ও রাশিয়া- দু দেশেরই ভুল পদক্ষেপ সম্পর্কে সতর্ক থাকা দরকার। সে সময় তিনি এ-ও বলেছিলেন যে, তারা সামান্য কিছু সময়ের জন্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ রাখছেন, কিন্তু তা বাতিল করছেন না।

সূত্র: আল জাজিরা

Link copied!